সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্টের বেশি। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে ৯ খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারদর চাঙ্গাভাবে ফিরেছে। আগের তিনদিন খাতগুলোর বেশিরভাগ খাতের শেয়ার দর পতন প্রবণতায় ছিল। আজ চাঙ্গাভাবে ফেরা খাতগুলো হলো ওষুধ ও রসায়ন, বিবিধ, বস্ত্র, প্রকৌশল, পেপার ও প্রিন্টিং, তথ্যপ্রযুক্তি, আর্থিক, বিদ্যুৎ ও জ্বালানি এবং ব্যাংক খাত।
ওষুধ ও রসায়ন খাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ২২টির বা ৭০.৯৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ৯টির বা ২৯.০৩ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনর ৫.৮৯ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.৩৬ শতাংশ, এএফসি এগ্রোর ৪.৩৪ শতাংশ।
বিবিধ খাতে ১৪টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৯টির বা ৬৯.২৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ৩০.৭৭ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৩.৪৭ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ২.৬৭ শতাংশ, বেক্সিমকোর ২.২৯ শতাংশ।
বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৪০টির বা ৬৭.৮০ শতাংশ কোম্পানির। দর কমেছে ১৬টির বা ২৭.১২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩টির বা ৫.০৮ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৩০ শতাংশ, অলটেক্সের ৬.৭১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫.৪৫ শতাংশ।
প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ২৮টির বা ৬৬.৬৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ১৩টির বা ৩০.৯৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ২.৩৮ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে এটলাস বাংলাদেশের ৯.৮৩ শতাংশ, বিবিএসের ৫.৫৫ শতাংশ, কপারটেকের ৪.৭৩ শতাংশ।
পেপার ও প্রিন্টিং খাতের ৬টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৬টির বা ৬৬.৬৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে পেপার প্রসেসের ৩.৩১ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৭টির বা ৬৩.৬৪ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ৩৬.৩৬ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে আমরা নেটের ৩.৫২ শতাংশ।
আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৪ টির বা ৬৩.৬৪ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৪টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের ২.০৮ শতাংশ, মাইড্যাস ফাইন্যান্সের ১.৮৬ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৩টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৪টির বা ৬০.৮৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ১৭.৩৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ২১.৭৪ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে এসোসিয়েট অক্সিজেনের ৩.৪৭ শতাংশ, পদ্মা অয়েলের ২.১৪ শতাংশ।
ব্যাংক খাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৯টির বা ৬০.৩৮ শতাংশ কোম্পানির। দর কমেছে ৭টির বা ২০.৮৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৬টির বা ১৮.৭৫ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ওয়ান ব্যাংকের ২.২৩ শতাংশ, সিটি ব্যাংকের ১.৯০ শতাংশ।