1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ট্রাস্ট ডিড স্বাক্ষর ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০১ এএম

ট্রাস্ট ডিড স্বাক্ষর ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

আরও একটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড আনতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ‘ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ড’ নামের এই ফান্ডটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির দ্বিতীয় ওপেন এন্ড ফান্ড। আলোচিত ফান্ডটির প্রাথমিক আকার হবে ৩৫ কোটি টাকা।

ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। এ লক্ষ্যে গতকাল বুধবার (২২ ডিসেম্বর) প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে এই চুক্তি সই হয়।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট আলোচিত ওপেন-এন্ড ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক। ফান্ডটির ট্রাষ্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। দেশের পুঁজিবাজারে যারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শরীয়াহ সম্মত বিনিয়োগে আগ্রহী, নতুন এই বে-মেয়াদি ফান্ডটি বিশেষত সেই সব বিনিয়োগকারীর কথা মাথায় রেখে গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান। ইউসিবিতে সম্প্রতি শুরু হওয়া ইসলামিক ব্যাংকিং পরিসেবা ‘ইউসিবি তাকওয়াহ’-র অনুপ্রেরণায় এই ফান্ডটি গঠন করা হবে যেটি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিবে আশা প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ