পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের সামিট মাধবদী পাওয়ার প্লান্টের ইউনিট -২ এর মেয়াদ শেষ হয়েছে । গত ১৫ ডিসেম্বর থেকে পাওয়ার পারসেচ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) চুক্তি অনুযায়ী প্লান্টটির মেয়াদ শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য গত ১৮ ফেব্রুয়ারি বিদ্যুৎ- জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছে কোম্পানিটি।
কোম্পানিটি আরও জানায়, পিপিএ মেয়াদ শেষ হওয়ায় ১৫ ডিসেম্বর মধ্য রাত থেকে প্লান্টটির কারযক্রম বন্ধ হয়ে গেছে। এখন বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) বা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া প্লান্টটির কাজ বন্ধ থাকবে।