পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের অনাগ্রহে সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। কোম্পানিগুলো হচ্ছে: ওয়ান ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, মিথুন নিটিং এবং ইনটেক অনলাইন লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ান ব্যাংক : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ওয়ান ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে প্রতিষ্ঠানটির দর কমেছে ২১.৩১ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটি সিএসইসির সপ্তাহিক লুজার তালিকার শীর্ষে নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে প্রতিষ্ঠানটির দর কমেছে ২০.৭৬ শতাংশ। সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটির দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির ৬ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৩০০ টাকার লেনদেন হয়েছে।
জেনারেশন নেক্সট ফ্যাশনস : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৫ নম্বরে অবস্থান করছে জেনারেশন নেক্সট ফ্যাশনস। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৯.২৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৪০ লাখ ৯২ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৩ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১০.৬০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ টাকা ৯০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ৭ লাখ ২১ হাজার ৯০০ টাকার লেনদেন হয়েছে।
মিথুন নিটিং : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৭ নম্বরে অবস্থান করছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮.৯০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৬ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৯.৮০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৫ টাকা ৩০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ১৫ হাজার ২০০ টাকার লেনদেন হয়েছে।
ইনটেক অনলাইন : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ১০ নম্বরে অবস্থান করছে ইনটেক অনলাইন লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.৯১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৯ লাখ ৪৪ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ১০ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৯.০৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৩২ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ২৯ টাকা ১০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ২ লাখ ৭২ হাজার ৪০০ লেনদেন হয়েছে।