ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬৭ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ১৩৬ কোটি টাকারও বেশি।
ব্লক মার্কেটে আজ লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৮ কোটি ৯৮ লক্ষ ২ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৩ লক্ষ ৫৬ হাজার টাকার।
এছাড়া, প্রাইম ইন্স্যুরেন্স ৫ কোটি ৬৬ লাখ ৫ টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৬৫ লাখ ৪ হাজার টাকার,ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৩২ লাখ ৯ হাজার টাকার,ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার,বেক্সিমকো লিমিটেড ১ কোটি ৮০ লক্ষ ২৫ হাজার টাকার, বাটা সু এর ১ কোটি ৮৫ লাখ ১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্স ১ কোটি ৮০ লক্ষ ৫৭ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ২৮ লাখ ৩৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার, ১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৭৮ লাখ টাকার, আরডি ফুডের ৭২ লাখ ৬৯ হাজার টাকার, সোনালী পেপারের ৬১ লাখ ১৬ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৫২ লাখ ৯৫ হাজার টাকার, অ্যাটভেন্ট ফার্মার ৪১ লাখ ১৬ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৩৩ লাখ ২০ হাজার টাকার, পেনিনসুলার ৩২ লাখ ২০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ২৯ লাখ ৩৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৪ লাখ ৭৫ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২২ লাখ ৯৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৮ লাখ ১২ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৬ লাখ ৬০ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১৬ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণ-টু মিউচুয়াল ফান্ডের ১৫ লাখ ৯৩ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৫ লাখ ৫৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৩ লাখ ২৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১০ লাখ টাকার, ইনফরমেশন সার্ভিসের ৮ লাখ ৫৭ হাজার টাকার, আল-আরাফা ইসলামী ব্যাংকের ৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৪০ হাজার টাকার, ফার্মাএইডের ৫ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ২২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।