1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করার আহ্বান
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করার আহ্বান

  • আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রাজধানীর আল-রাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল (১৯ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০ শতাংশ। এটা কোনো মার্কেট হলো না। তার পরও কত লোক বলে ফেলছে, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এ বিষয়গুলো মোকাবেলা করতে হবে, যা আমাদের একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেন আমরা আসল নিউজটা পাই। তথ্যের অবাধ প্রভাব নিশ্চিত করতে হবে।

বিএসইসির সক্ষমতার বিষয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিদ্যমান জনবল দিয়ে ১ হাজার ১০০ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমাদের সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হয়। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে হবে, যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান ও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ