ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩১ অক্টোবর-৪ নভেম্বর) ব্লক মার্কেটে আট কোম্পানির ১৪২ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ইসলামি ব্যাংক, রেনাটা লিমিটেড, লিন্ডে বিডি, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, ফরচুন সুজ, কাট্টালি টেক্সটাইল এবং এনআরবিসি ব্যাংক।
কোম্পাগুলোর মধ্যে ইসলামি ব্যাংকের লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮১ লাখ ১৩ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার, লিন্ডে বিডির ৩৩ কোটি ৭ লাখ ৩৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৮ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার, ফরচুন সুজের ৬ কোটি ৪১ লাখ ২১ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকার এবং এনআরবিসি ব্যাংকের ৫ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার।