1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্টাইল ক্রাফটের বোনাসে লাভবান বিনিয়োগকারীরা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পিএম

স্টাইল ক্রাফটের বোনাসে লাভবান বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
stylecraft-limited

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট গত সপ্তাহের শেষ কার্যদিবস ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।

রেকর্ড ডেটের পর আজ কোম্পানির শেয়ার দরে থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়। এতে কোম্পানির শেয়ার দর ৭১৪ টাকা ২০ পয়সা থেকে সমন্বয় হয়ে ২৮৫ টাকা ৭০ পয়সায় লেনদেন শুরু হয়। সারাদিন লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ৩১০ টাকা ৭০ পয়সা অর্থাৎ বোনাস শেয়ার গ্রহণকারী বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ২৫ টাকা লাভবান হয়েছেন।

গত তিন বছর ধরেই বেশ বড় ধরণের স্টক ডিভিডেন্ড প্রদান করে আসছে স্টাইল ক্রাফট লিমিটেড। ২০১৭ সালে ৮০ শতাংশ স্টক, ২০১৮ সালে ৪১০ শতাংশ স্টক এবং চলতি ২০১৯ অর্থবছরে ১৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় স্পেক্ট্রা কনভেনশন হল, গুলশান-১,ঢাকায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে বোনাস শেয়ার পাঠাবে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ