ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৭৫টির বা ১৫.২০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বেক্সিমকো লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার বেক্সিমকো লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬৭ টাকা ৭০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৭০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বেক্সিমকো লিমিটেড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম লিমিটেডর ৫.২১ শতাংশ, ওরিয়ন ফারমার ৪.৪৩ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.২১ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪.০৪ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৪ শতাংশ, আরএকে সিরামিকের ৩.৯৮ শতাংশ, ইন্দোবাংলা ফারমার ৩.৬৮ শতাংশ, ইস্টারন ইন্সুরেন্সের ৩.১২ শতাংশ, এবং কেডিএস এক্সেসরিজের ৩.০৫ শতাংশ দর বেড়েছে।