1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দৈনিক গড় লেনদেন কমেছে ডিএসইতে
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৮ এএম

দৈনিক গড় লেনদেন কমেছে ডিএসইতে

  • আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
dse-cse-poton2

আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৬.৬৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ কর্মদিবস। ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৩০১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকার বা ১৬.৬৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন ১ হাজার ৫১০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১২ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকার।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৩ কোটি ৩৩ লাখ ৩ হাজার ৯৩৫ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ১৯ কোটি ৮ লাখ টাকার বা ৩৩.৩২ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৭ দশমিক ০৪ পয়েন্ট বা ২ দশমিক ৩১ শতাংশ কমে ৭ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ কমে ২ হাজার ৬৯৯ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক কমেছে ৪৯.২৭ পয়েন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ।

উল্লেখ্য, ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩৩৮টির। আর ৯টির দাম ছিল অপরিবর্তিত।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ