1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দুই কোম্পানি লেনদেনে চালু আজ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ এএম

দুই কোম্পানি লেনদেনে চালু আজ

  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
Trade-resume

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের পর আজ লেনদেনে ফিরছে। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী পেপার মিলস লিমিটেড: কোম্পানিটি মূলধন বাড়ানোর জন্য ১ অনুপাত ২ হারে রাইট শেয়ার ইস্যু করবে। এতে যেসব শেয়ারহোল্ডারের কাছে কোম্পানিটির দুটি সাধারণ শেয়ার থাকবে এর বিপরীতে সেসব শেয়ারহোল্ডার একটি করে রাইট শেয়ার পাবেন। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এদিকে ২০২০-২১ সমাপ্ত অর্থবছরের জন্য বোনাস শেয়ার ইস্যুর পরে কোম্পানিটির মোট শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ইস্যু করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করতে পারবে কোম্পানিটি। আগামী ১১ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ অক্টোবর।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮৪ টাকা ৩৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩০৭ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটি সর্বশেষ ২০২০ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষণাকৃত ডিভিডেন্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানি এবং অর্থবছরে শেষে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৯৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ অক্টোবর।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৭২ পয়সা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ