পুজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ জানিয়েছে। প্রতিষ্ঠানগুলোর সভায় নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্সুরেন্স ও সোনালী পেপার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইস্টার্ন হাউজিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই’২০-মার্চ’২১) বা নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
মেঘনা লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। তৃতীয় প্রান্তিক শেষে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) ফান্ডটির লাইফ ফান্ড ১ কোটি ৪১ লাখ টাকা বেড়েছে হয়েছে ১৭৯২ কোটি টাকায়। গত বছর কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সোনালী পেপার: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। তৃতীয় প্রান্তিক শেষে বা নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৯ পয়সা। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।