আগেরদিনের উত্থান প্রবণার ধারাবাহিকতায় আজ বুধবারও (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ছিল ইতিবাচক প্রবণতায়। এদিন তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে প্রায় সব খাতেরই বেশিরভাগ শেয়ার ছিল চাঙ্গা প্রবণতায়।
কিন্তু চাঙ্গা প্রবণতার মধ্যে্ও পাঁচ খাতের শেয়ার দরে ছিল নেতিবাচক প্রবণতা। খাতগুলোর বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। খাতগুলো হলো-আর্থিক, ওষুধ ও রসায়ন, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক খাত এবং বিবিধ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য পাঁচ খাতের মধ্যে সবগুলো খাতের শেয়ার গত কয়েকদিন যাবত চাঙ্গা্ভাবে ছিল। খাতগুলোর বেশিরভাগ শেয়ারে বিনিয়োগকারীরা বড় মুনাফায় রয়েছে। আজ খাতগুলো থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলেছে। এ কারণে খাতগুলোর শেয়ার দরে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।
আর্থিক খাত:আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টির কোম্পানির মধ্যে দর কমেছে ১৭টির বা ৭৭.২৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৫টির বা ২২.৭৩ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে বিআইএফসির ৭.৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৪ শতাংশ, ফাস ফাইন্যান্স ৩.৫৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ২.৮৯ শতাংশ, বিডি ফাইন্যান্স ২.৮৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ২.২২ শতাংশ দর কমেছে।
ওষুধ ও রসায়ন খাত:ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টির কোম্পানির মধ্যে দর কমেছে ২১টির বা ৭০ শতাংশ কোম্পানির। বেড়েছে ৯টির বা ৩০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে সেন্ট্রাল ফার্মার ৪.৫৭ শতাংশ, ফার্মা এইড ২.৩৭ শতাংশ, বীকন ফার্মা ১.৯৩ শতাংশ, এসিআই ফর্মুলা ১.৪৭ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ১.০৪ শতাংশ। কমেছে।
বস্ত্র খাত:বস্ত্র খাতে লেনদেন হওয়া ৫৮টির কোম্পানির মধ্যে দর কমেছে ৩৩টির বা ৫৫.৯৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২২টির বা ৩৭.২৯ শতাংশ কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪টির বা ৬.৮৯ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের ৮.১৩ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৫.৬৩ শতাংশ, অলটেক্সের ৫.৬৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯০ শতাংশ, মিথুন নীটিংয়ের ৪.৪১ শতাংশ।
খাদ্য ও আনুষঙ্গিক খাত:খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হওয়া ২০ কোম্পানির মধ্যে দর কমেছে ১১টির বা ৫৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৯টির বা ৪৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে এপেক্স ফুডের ৭.০১ শতাংশ, এমারল্ড অয়েলের ২.৯৬ শতাংশ, বীচ হ্যাচারীর ৪.০৭ শতাংশ, ফাইন ফুডের ২.০৬ শতাংশ। তৌফিকা ফুডের ১.৪০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট ১.১৮ শতাংশ।
বিবিধ খাত:বিবিধ খাতে লেনদেন হওয়া ১৪টি কোম্পানির মধ্যে দর কমেছে ৭টির বা ৫৩.৮৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ৪৬.১৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে এসকে ট্রিমসের ৩.৩৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ২.১৯ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২.০৭ শতাংশ।