1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
টার্নওভার লিডারে নতুন ৪ কোম্পানি
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পিএম

টার্নওভার লিডারে নতুন ৪ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
share

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ সপ্তাহে (৫-৮ জুলাই) মার্কেট মুভার বা টার্নওভার লিডারের তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম, কেয়া কসমেটিকস, এমএল ডায়িং, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড, আমান ফিড, আলিফ ম্যানুফ্যাকচারিং, ম্যাকসন্স স্পিনিং, ডেল্টা লাইফ। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে টার্নওভার তালিকায় নতুন করে উঠে এসেছে কেয়া কসমেটিকস, এমএল ডায়িং, আমান ফিড ও আলিফ ম্যানুফ্যাকচারিং। আলোচ্য সপ্তাহে টার্নওভার বৃদিধর সঙ্গে কোম্পানিগুলোর শেয়ার দরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর শেয়ারে বড় বিনিয়োগকারীদের বাই প্রেসার বেশি ছিল। সে কারণে কোম্পানিগুলোর শেয়ার দর ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আগামী সোমবার থেকে কোম্পানিগুলোর শেয়ারে যদি বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকেন, তাহলে হয়তো দর বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আর যদি সেল মুডে থাকেন, তাহলে কোম্পানিগুলোর দর সংশোধনে ফিরবে।

কেয়া কসমেটিকস: গেল সপ্তাহে কেয়া কসমেটিকসের শেয়ার লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকার। সাপ্তাহিক লেনদেনের তালিকায় এই কোম্পানির অবস্থান ছিলো তৃতীয়। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৩০ শতাংশ।

এমএল ডায়িং: গেল সপ্তাহে লুব এমএল ডায়িংয়ের লেনদেন হয়েছে ১১৫ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকার। সাপ্তাহিক লেনদেনের তালিকায় এই কোম্পানির অবস্থান ছিলো চতুর্থ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৯ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৮.৯৩ শতাংশ।

আমান ফিড মিল: গেল সপ্তাহে আমান ফিড মিলের শেয়ার লেনদেন হয়েছে ৯৭ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকার। সাপ্তাহিক লেনদেনের তালিকায় এই কোম্পানির অবস্থান ছিলো সপ্তম। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৬ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে দর বেড়েছে ১৩ টাকা বা ২৪.৩৪ শতাংশ।

আলিফ ম্যানুফ্যাকচারিং: গেল সপ্তাহে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৯৪ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকার। সাপ্তাহিক লেনদেনের তালিকায় এই কোম্পানির অবস্থান ছিলো অষ্টম। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১৪.২৯ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ