প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪১টির বা ১১.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন মুন্নু ফেব্রিক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৬.৭৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.২৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৩০ শতাংশ, জেনেক্সের ২.৩০ শতাংশ, ফাইন ফুডসের ২.১৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.১৪ শতাংশ, হাক্কানি পাল্পের ২.০২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১.৯২ শতাংশ এবং ডেসকোর শেয়ার দর ১.৭৫ শতাংশ কমেছে।