চলতি মাসের শেষ কার্যদিবস বুধবার (২৯ জুন) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক শতাধিক পয়েন্ট বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৫০.৪৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৩৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩১৪.৭৫ পয়েন্টে এবং দুই হাজার ২০৮.৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৫৯ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০৭টির বা ৮২.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৪১টির বা ১১.০৫ শতাংশের এবং ২৩টির বা ৬.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২১.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৫.০৪ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪৭টির দর বেড়েছে, কমেছে ৫১টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।