সোমবারের মতো মঙ্গলবারও (২৯ জুন) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন সব সূচক বেড়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমে ১১শত কোটি ঘরে নেমে এসেছি। ডিএসইতে লেনদেন কমে দুই মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ১৪৮ কোটি ৪ লাখ টাকার। যা ১ মাস ২৬ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ৩ মে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি টাকার।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪২.৪৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৯৮.৩৯ পয়েন্টে এবং দুই হাজার ১৮৫.৮২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৫টির বা ৪৬.৯২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশের এবং ৩২টির বা ৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭৩.৫৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১৫১টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।