শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি তিনটি সাধারণ শেয়ারের বিপরীতি একটি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১০ টাকা।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
এজন্য সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে। আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই।