1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ এএম

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
dse-cse-1

সর্বাত্মক লকডাউন আতঙ্কে আগের দিন ব্যাপক পতন হলেও সোমবার (২৮ জুন) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে চারশত কোটি টাকা কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৯৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ১৭৬.৬৪ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির বা ৬২.১০ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৯.৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ