দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃপক্ষ অনৈতিক কাজের জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাকের পার্টনার রমেন্দ্র নাথ বসাককে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। যে রমেন্দ্র নাথ একই কোম্পানির দুই রকম আর্থিক হিসাব নিরীক্ষার দায়ে এই শাস্তির কবলে পড়েছেন। যিনি শেয়ারবাজারের ৩০ কোম্পানির নিরীক্ষার কাজও করেছেন। এর মাধ্যমে কত বিনিয়োগকারীর ক্ষতি করেছেন, তার হদিস নেই।
গত ২২ জুন আইসিএবির কাউন্সিল মিটিংয়ে রমেন্দ্র নাথের ‘সার্টিফিকেট অব প্রাকটিস’ প্রদান করা বাতিলের সিদ্ধান্ত নেয়। যা চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলসের একইসময়ের দুই রকম আর্থিক হিসাব দুই ব্যাংকে জমাদানের বিষয়ে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে চিঠির মাধ্যমে জানায়। যা রমেন্দ্র নাথ নিরীক্ষা করেছিলেন।
এরপরে ১৭ জানুয়ারি এফআরসি থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়ে জানানো হয়, কোম্পানিটি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য দুই রকম আর্থিক হিসাব বানিয়েছে। এছাড়া একই বিষয়ে আইসিএবিকে অবগত করে এফআরসি।
আইসিএবির চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন রমেন্দ্র নাথ। যিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির আর্থিক হিসাব নিরীক্ষা করেছেন বলেও দাবি করেছেন।