1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ন্যাশনাল ব্যাংকই বাকি
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ এএম

ন্যাশনাল ব্যাংকই বাকি

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ৩০টির পরিচালনা পর্ষদ ২০২০ সালের লভ্যাংশ সংক্রান্ত সভা সম্পন্ন করেছে। বাকি রয়েছে শুধুমাত্র ন্যাশনাল ব্যাংকের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিসেম্বর ক্লোজিং ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত সভা বাকি রয়েছে। এছাড়া এখনো ব্যাংকটির পর্ষদ সভার তারিখই নির্ধারন হয়নি।

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মৃত্যুর পর থেকেই নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংকটি। অনিয়ম করে ঋণ দেওয়া, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে জটিলতা, সিকদারের পরিবারে ব্যাংকটি নিয়ন্ত্রন নিয়ে দ্বন্দ্বসহ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।

এছাড়া বৃহৎ মূলধনের ন্যাশনাল ব্যাংকটির ব্যবসাও ভালো যাচ্ছে না। সর্বশেষ প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ি, ব্যাংকটির ২০২০ সালের ৯ মাসের ব্যবসায় (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। এরমধ্যে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) ৩১ পয়সা ইপিএস হওয়া ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০) ৫ পয়সা ও তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ১০ পয়সা হয়েছে।

এবার ন্যাশনাল ছাড়া পর্ষদ সভা করা ৩০টি ব্যাংক থেকে ২ হাজার ৪৫২ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে ১২৯ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৭৪টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষনাও দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ