1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নতুন শেয়ারে ঝুঁকি বাড়ছে
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পিএম

নতুন শেয়ারে ঝুঁকি বাড়ছে

  • আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
share market

গত বছর ১৫ জুন, ২০২০ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৩ হাজার ৯৫৮ পয়েন্ট। যা আজ সোমবার (২১ জুন) বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫-এ।

এক ব্যবধানে দেশের পুঁজিবাজারের অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে সূচক, লেনদেন ও কোম্পানির মূল্য আয় অনুপাতে (পিই রেশিও) বড় পরিবর্তন এসেছে।

এক বছর আগে সাধারণ বীমার বেশিরভাগ শেয়ারের পিই ছিল ১০-এর নিচে। এখন পিই ১০-এর নিচে বীমার কোন শেয়ার নেই। এমনকি পিই ২০-এর নিচেও বীমার শেয়ার খুব একটা নেই। যদিও এক বছর আগে সাধারণ বীমার কোন শেয়ারের পিই ৪০-এর উপরে ছিল না। এখন পিই ৪০-এর আশে-পাশেই বেশিরভাগ শেয়ারের অবস্থান। এমনকি পিই ৪০-এর উপরে থাকা বীমার সংখ্যাও এখন নেহায়েত কম নয়।

কেবল বীমার শেয়ার কেন, সব খাতের শেয়ারের পিই রেশিও বেড়েছে। সবচেয়ে কম পিইর ব্যাংকের শেয়ারের পিই-ও এখন বেড়েছে উল্লেখযোগ্য হারে। যদিও ব্যাংক খাতের এখনো পিই ১৫-এর নিচেই বেশিরভাগ শেয়ারের অবস্থান।

পিই বেড়েছে জ্বালানি, ফার্মা, খাদ্য, বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ারের। এসব খাতে কোম্পানির শেয়ার দর বৃদ্ধির ফলে কিছুদিন আগেও যেসব কোম্পানির পিই ছিল ২০-এর নিচে, এখন সেসব কোম্পানির পিই ৪০-এর উপরে অবস্থান করছে।

পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরে আসায় পাল্লা দিয়ে পিই রেশিও বাড়ছে তালিকাভুক্ত নতুন শেয়ারেরও। বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে নতুন শেয়ার লেনদেন হচ্ছে ১১ কোম্পানির। কোম্পানিগুলো হলো-ক্রিস্টাল ইন্সুরেন্স, দেশ ইন্সুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্সুরেন্স, এনার্জি প্যাক, ইনডেক্স এগ্রো, লুব-রেফ, মীর আখতার, এনসিবি কমার্শিয়াল ব্যাংক, রবি ও তৌফিকা ফুড লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শুরু থেকেই রবির শেয়ার ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে। তখন কোম্পানিটির পিই রেশিও সেঞ্চুরির উপরে ছিল। এখন অবস্থান করছে ১৫৭.৫০-এ ।

দেশ জেনারেল ইন্সুরেন্সের পিই রেশিও লেনদেনে শুরুর কিছুদিন সহনশীল অবস্থায় ছিল। তারপর বীমা খাতে দ্বিতীয় দফা উল্লম্ফন শুরু হলে এটির দরেও উল্লম্ফন দেখা দেয়। ফলে চলে যায় ঝুঁকিপূর্ণ অবস্থানে। বর্তমানে শেয়ারটির পিই ৭৬.৮০।

নতুন শেয়ারগুলোর মধ্যে পিই রেশিও ৩০ এর আশে-পাশে অবস্থান করছে এক্সপ্রেস ইন্সুরেন্স, ই-জেনারেশন, তৌফিকা ফুড, এনার্জি প্যাক ও ক্রিস্টাল ইন্সুরেন্স। এক্সপ্রেস ইন্সুরেন্সের পিই ৩৫.৭১, ই-জেনারেশনের পিই ৩০.৫৪, তৌফিকা ফুডের পিই ২৯.৩১, এনার্জি প্যাকের পিই ২৮.৯৭ এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের পিই ২৬.৩৫।

তবে পিই রেশিওর দিকে থেকে এখনো ভালো অবস্থানে রয়েছে লুব-রেফ, ইনডেক্স এগ্রো, মীর আকতার ও এনআরবিসি ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের পিই ১৫.১৮, ইনডেক্স এগ্রোর পিই ১৭.৮৭, মীর আকতারের পিই ১৯.০৩ এবং এনআরবিসি ব্যাংকের পিই ১৯.৮৯। যদিও ব্যাংক খাতে গড় পিই’র তুলনায় এনআরবিসি ব্যাংকের পিই বেশ উঁচুতে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পিই রেশিও ৪০-এর নিচে থাকা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা নিরাপদ মনে করেন। এ কারণে প্রতিষ্ঠানটি ৪০-এর নিচের শেয়ারকে মার্জিনেবল ঘোষণা করেছে। অর্থাৎ ৪০-এর নিচে শেয়ারে বিনিয়োগকারীরা ঋণ নিয়ে বিনিয়োগ করতে পারবেন।

১১ নতুন কোম্পানির সর্বশেষ শেয়ার দর ও সর্বশেষ পিই রেশিও নিচে দেয়া হল: 

ক্রমিককোম্পানির নামসর্বশেষ দরপিই রেশিও
লুব-রেফ৫০.৮০১৫.১৮
ইনডেক্স এগ্রো১১৪.৬০১৭.৮৭
মীর আকতার৮৯.৩০১৯.০৩
এনআারবিসি ব্যংক৩৫১৯.৮৯
ক্রিস্টাল ইন্সুরেন্স৬৬.৪০২৬.৩৫
এনার্জি প্যাক৫৩.৭০২৮.৯৭
তৌফিকা ফুড২৯.৭০২৯.৩১
ই-জেনারেশেন৫০.৯০৩০.৫৪
এক্সপ্রেস ইন্সুরেন্স৪০৩৫.৭১
১০দেশ ইন্সুরেন্স৫১.২০৭৬.৮০
১১রবি৪৪.১০১৫৭.৩১

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ