1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বাংলাদেশের তিন খাতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

বাংলাদেশের তিন খাতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

বাংলাদেশে অবকাঠামো, পর্যটন ও অটোমোবাইলসহ দেশের বিভিন্ন খাতে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।

শেখ ফজলে ফাহিম জানান, এফবিসিসিআই ২০২০ সালে তাইপেতে একটি সম্মেলনের আয়োজন করবে। সেখানে কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভুক্ত (সিএসিসিআই) ওই গ্রুপও থাকবে। সেখান থেকে বাংলাদেশে বিনিয়োগ আনতে এফবিসিসিআই জোর চেষ্টা চালাবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই ও সিএসিসিআইর যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসিসিআই সভাপতি মি. সামির মোদি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসিসিআই-ভুক্ত ২৭টি দেশ বাংলাদেশে অবকাঠামো, পর্যটন, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদিনের সম্মেলনে বাংলাদেশসহ ২৮টি দেশ এতে অংশ নেয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘এশিয়া: বিশ্ব ব্যবস্থার নতুন কেন্দ্রস্থল’।  

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ