সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ২৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৬টি শেয়ার ৯৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪১ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০৪ কোট ৬৯ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ কোটি ৩২ লাখ ৯৯ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলের।
এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ লাখ ৪৯ হাজার টাকার আমান ফিডের ৫১ লাখ ৫ হাজার টাকার, আরামিটের ৫ লাখ ৫৯ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো ফামার ১৯ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৯ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৬ লাখ টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩৮ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৬ লাখ ১১ হাজার টাকার, ফরচুন সুজের ১০ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৬ হাজার টাকার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ১৭ হাজার টাকার, ম্যারিকোর ২৯ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৩৪ লাখ ৭০ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ৩৬ লাখ ৯০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৮০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ১০ লাখ ৮০ হাজার টাকার, পেনিনসুলার ৪৭ লাখ ৬৯ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২ কোটি ৭৫ লাখ টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৮৩ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৮৬ লাখ ২৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৪২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৭ লাখ ৩০ হাজার টাকার, রেনেটার ৬ কোট ১ লাখ ৮১ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ লাখ ৭৪ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ১৩ লাখ ২৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৩৫ লাখ ৯ হাজার টাকার, শমরিতা হসপিটালের ৭ লাখ টাকার, এসকে ট্রিমসের ৬০ লাখ ১৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৬০ হাজার টাকার, ইউনিক হোটেলের ২৩ লখ ৫ হাজার টাকার এবং ওয়ালটনের ৮ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে।