1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংকে ভর করে উত্থান শেয়ারবাজারে
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পিএম

ব্যাংকে ভর করে উত্থান শেয়ারবাজারে

  • আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
dse-cse-1

সকালে পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস। দুপুর সোয়া একটা পর্যন্ত পতনের মধ্যেই নিমজ্জিত ছিল শেয়ারবাজার। তবে শেষ সোয়া এক ঘণ্টা পরে বাজার উত্থানের দিকে ঘুরতে শুরু করে। যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। লেনদেন শেষে দেখা যায় শেয়ারবাজারের সব সূচকই বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণেও কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯.৪০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৬.৫৯ পয়েন্টে এবং ২ হাজার ২০৭.২৯ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ১১ কোটি ৯১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪১.৮২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৪৭.৯৯ শতাংশের এবং ৩৮টির বা ১০.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৪.৬৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দর বেড়েছে, কমেছে ১৫৩টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ