শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাধারন বীমা কোম্পানির (বিজিআইসি) আর্থিক হিসাবের অনেক বিষয়ে প্রমাণাদি পায়নি নিরীক্ষক। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এমনটি জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে প্রদত্ত ১ কোটি ৬০ লাখ টাকা পাওনার নিরীক্ষা প্রমাণাদি পাওয়া যায়নি। এছাড়া অতালিকাভুক্ত কোম্পানিতে ২ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ, ২ কোটি ৫ লাখ টাকার নগদ ও চেক এবং ভ্যাট রিটার্ন ও প্রিমিয়ামের মধ্যে ১২ কোটি ৫৫ লাখ টাকা পার্থক্যের পর্যাপ্ত নিরীক্ষা প্রমাণাদি পাওয়া যায়নি।
এদিকে স্থায়ী সম্পদের রেজিস্টার পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিজিআইসির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৬.০২ শতাংশ। কোম্পানিটির শনিবার (১৯ জুন) শেয়ার দর দাড়িঁয়েছে ৫৩.৭০ টাকায়।