1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বিএসইসির আইন অমান্য
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পিএম

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বিএসইসির আইন অমান্য

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
central-insurence

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গ্রাচ্যুইটি ফান্ড নিয়ে আইন মানছে না সেন্ট্রাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বিএসইসির রুলস অনুযায়ি প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির গ্র্যাচুইটি ফান্ড গঠন করা দরকার। কিন্তু নিরীক্ষায় সেন্ট্রাল ইন্স্যুরেন্সে এ জাতীয় ফান্ড প্রতিষ্ঠা পাওয়া যায়নি। কোম্পানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে গ্রাচ্যুইটি ফান্ডের প্রভিশনিং অ্যামাউন্ট হিসাবে বয়ে বেড়াচ্ছে। যা কোম্পানি কর্তৃপক্ষের দ্রুত সমন্বয় করা দরকার।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ডেফার্ড ট্যাক্স গণনা করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে এই গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ এর আলোকে প্রয়োজনীয় সবকিছু পরিপালন করা দরকার বলে জানিয়েছেন।

শ্রম আইনের ২৩২ ধারা অুনযায়ি সেন্ট্রাল ইন্স্যুরেন্স ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠনের যোগ্য। কিন্তু কোম্পানিটিতে এ জাতীয় ফান্ড গঠন করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৯ কোটি ৪৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১ শতাংশ। কোম্পানিটির বুধবার (১৬ জুন) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৬৮.৩০ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ