1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারবাজারে ২১ শত কোটি টাকার লেনদেন
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পিএম

শেয়ারবাজারে ২১ শত কোটি টাকার লেনদেন

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
dse-cse-1

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ জুন) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৮.৬৬ পয়েন্টে এবং ২ হাজার ১৮৩.২৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ৭৭ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির বা ৪৮.৯২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৬টির বা ৪১.৯৪ শতাংশের এবং ৩৪টির বা ৯.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩০.৫৪ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির দর বেড়েছে, কমেছে ১২৪টির আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ