1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সুবিধা থাকছে না নতুন শেয়ারের ফ্লোর প্রাইসে
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ পিএম

সুবিধা থাকছে না নতুন শেয়ারের ফ্লোর প্রাইসে

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
Bsec

আগামিতে শেয়ারবাজারে লেনদেনে আসা নতুন কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস সুবিধা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকে করণীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে কমিশন থেকে।

এর আগে করোনাকালীন মহামারি সময় শেয়ারবাজারে ধস ঠেকাতে গত বছরের ১৯ মার্চ ফ্লোর প্রাইস বেধেঁ দেয় কমিশন।

এরপরে গত ৭ এপ্রিল প্রথম দফায় ৫০ টাকার নিচে থাকা এমন ৬৬ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয় কমিশন। আর গত ৩ জুন ফ্লোরে থাকা বাকি ৩০ কোম্পানি থেকে এই নির্দেশনা প্রত্যাহার করে নেয় কমিশন।

করোনাকালীন সময়ে ফিক্সড প্রাইস পদ্ধতিতে লেনদেনে আসা কোম্পানিগুলোর জন্য অভিহিত মূল্য বা ১০ টাকা ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হত। আর বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হত। এছাড়া ওটিসি মার্কেট থেকে আসা কোম্পানিগুলোর ওই মার্কেটে সর্বশেষ লেনদেন হওয়া দরকে ফ্লোর প্রাইস করা হত।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ