অনিয়মের কারনে বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একইসঙ্গে ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৪ জুন) ডিএসইর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বানকো সিকিউরিটিজে গ্রাহকদের হিসাবে ৬০ কোটি টাকার ঘাটতি পেয়েছে ডিএসই। যা খুবই ঝুকিঁপূর্ণ মাত্রায় চলে গেছে।
ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে তদন্ত চলছে। যা শেষে হয়তো আরও অনিয়ম বেরিয়ে আসবে।
তিনি বলেন, ব্রোকারেজ হাউজটির ৬০ কোটি টাকার ঘাটতির বিষয়ে কমিশনকে অবহিত করেছিলাম এবং কমিশন হাউজটির লেনদেন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়। এছাড়া হাউজটির বিরুদ্ধে মামলা করার জন্য বলেছে।
এছাড়া অভিযুক্তরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে, সেলক্ষ্যে কমিশন সরকারের দায়িত্বরত বিভাগে যোগাযোগ করবে।