1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন কার্যদিবস পর কমল সূচক
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পিএম

তিন কার্যদিবস পর কমল সূচক

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
dse-cse-1

টানা তিন কার্যদিবস উত্থানের পর রবিবার (১৩ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গ কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেও। আগের কার্যদিবস থেকে আজ কিছুটা কমলেও দুই হাজার কোটি টাকার ঘরেই হয়েছে লেনদেন।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬.০৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩.৪২ পয়েন্টে এবং ২ হাজার ১৯২.৫৬ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকা টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬০০ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬৭ কোটি ৯১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির বা ৪২.৭৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯২টির বা ৫৬.৬১ শতাংশের এবং ২১টির বা ৫.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৮.৩৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দর বেড়েছে, কমেছে ১৫৬টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ