বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) লাইসেন্স ছাড়াই গ্লোবাল ইন্স্যুরেন্সের কিছু প্রতিনিধি (এজেন্টস) কাজ করছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, গ্লোবাল ইন্স্যুরেন্সে ১১৫ জন এজেন্টস কাজ করছে। এরমধ্যে ১০৫ জনের নবায়নকৃত লাইসেন্স ছিল। বাকি ১০ জন এখনো নবায়নকৃত লাইসেন্স পাননি।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ কর্মীদের গ্রাচ্যুইটি ফান্ড ও শ্রমিক কল্যাণ ফান্ডের জন্য কোন সঞ্চিতি গঠন করেনি বলে জানিয়েছে নিরীক্ষক।
উল্লেখ্য ১ জুন কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ ঘোষণার পরে শেয়ারটি টানা দর বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে ১ টাকার লভ্যাংশের জন্য ১৭ টাকা দর বেড়েছে।
কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার সময় শেয়ার দর ছিল ৫৬.১০ টাকা। যে শেয়ারটি আজ দুপুর ১২.৫২ টায় ৭৩ টাকায় লেনদেন হচ্ছে।