1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দুই শেয়ারবাজারে লেনদেন ২৩’শ কোটি টাকার উপরে
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

দুই শেয়ারবাজারে লেনদেন ২৩’শ কোটি টাকার উপরে

  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
dse-cse-1

আগের কার্যদিবসের মতো বুধবারও (০২ জুন) উত্থানে হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। এদিন উভয় শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছ আর দুই শেয়ারবাজার মিলে ২৩ শত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯.০০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৪.৫১ পয়েন্টে এবং ২ হাজার ১৯৫.৩৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ২৮৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৮৪ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৪টির বা ৪৪.৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৬টির বা ৩৯.৭৮ শতাংশের এবং বাকি ৫৭টির বা ১৫.৫৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪৯.২০ পয়েন্টে। সিএসইতে আজ ৩০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দর বেড়েছে, কমেছে ১১৯টির আর ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ