ফারইস্ট স্টক অ্যান্ড বন্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (৩০ মে) বিএসইসির ৭৭৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশনের নির্দেশনা পরিপালনে ব্যর্থতা, শেয়ারবাজারের শৃঙ্খলা এবং বিনিয়োগকারীদের স্বার্থে দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ২০এ এর প্রদত্ত ক্ষমতা বলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।