বৃহস্পতিবারের মতো রবিবারও (৩০ মে) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। আজ সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮.৬৯ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৫.৮৮ পয়েন্টে এবং ২ হাজার ২০৮.২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৪টির বা ৩৯.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৭.৮০ শতাংশের এবং বাকি ৪৬টির বা ১২.৬৪ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭৯.৩৫ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।