1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১০ টাকার নিচে মিলছে ৫৮ প্রতিষ্ঠানের শেয়ার
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পিএম

১০ টাকার নিচে মিলছে ৫৮ প্রতিষ্ঠানের শেয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
share

চলতি বছরের প্রথম কার্যদিবস ৩ জানুয়ারি (রোববার) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ফেসভ্যালুর নিচে অবস্থান করা কোম্পানির সংখ্যা ছিল ৬১টি। সেখান থেকে ৯টি প্রতিষ্ঠানের দর ফেসভ্যালু অতিক্রম করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএমবিডিবিএল, ঢাকা ডাইং, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এর মধ্যে বর্তমানে- এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ টাকা ৭০ পয়সা, সিএপিএমবিডিবিএল ১০ টাকা ৩০ পয়সা, ঢাকা ডাইং ১৫ টাকা ৫০ পয়সা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড ১২ টাকা ৩০ পয়সা, ম্যাকসন্স স্পিনিং ১৮ টাকা ২০ পয়সা, মেট্রো স্পিনিং ১৪ টাকা ৭০ পয়সা, প্যাসিফিক ডেনিমস ১০ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১০ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে।

তবে বর্তমানে ৫৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ফেসভ্যালুর নিচে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে নতুনভাবে ফেসভ্যালুর নিচে নেমে এসেছে আরো ৬টি প্রতিষ্ঠান। এগুলো হলো- খান ব্রাদার্স, মিথুন নিটিং, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, ইয়াকিন পলিমার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ভিএএমএলআর বিবিএফ।

বছরের শুরু থেকেই বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী। অনেক কোম্পানির দর বাড়লেও এসব কোম্পানির দর সেভাবে বাড়েনি। যে কারণে বিনিয়োগকারীরা লোকসান কাটিয়ে পুঁজি ফেরত পায়নি।

দেখা গেছে দুর্বল কোম্পানি হওয়া সত্বেও কিছু কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়লেও ভালো কোম্পানির দর বাড়েনি। কি কারণে দুর্বল কোম্পানি দর বেড়েছে এবং কেন ভালো কোম্পানির দর কমেছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ খতিয়ে দেখে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি।

তবে বিনিয়োগকারীরা আশাবাদী, বাজার যেভাবে সামনের দিকে এগুচ্ছে, তাতে অভিহিত মূ্ল্য ১০ টাকার নিচে থাকা এই ৫৮টিপ্রতিষ্ঠানের দরও অভিহিত মূল্য অতিক্রম করবে।

১০ টাকার নিচে থাকা ৫৮প্রতিষ্ঠানের নাম ও সর্বশেষ দর নিচে দেয়া হল:

ক্রমিকপ্রতিষ্ঠানেরনামসর্বশেষ দর
সিএন্ডএ টেক্সটাইল২.৬
ফ্যামিলি টেক্সটাইল২.৮
তুংহাই টেক্সটাইল৩.২
ফারইস্ট ফাইন্যান্স
আইসিবি ইসলামী ব্যাংক৪.১
বিআইএফসি৪.২
জেনারেশন নেক্সট৪.৬
আরএন স্পিনিং৪.৭
তাল্লু স্পিনিং
১০ইন্টারন্যাশনাল লিজিং
১১বিডি সার্ভিসেস৫.২
১২এফবিএফআইএফ মিউচুয়ালফান্ড৫.৮
১৩ফাস ফিন৫.৯
১৪পপুলার-১ম মিউচুয়ালফান্ড৫.৯
১৫জাহিন টেক্স৬.১
১৬পিএইচপি-১ম মিচুয়ালফান্ড৬.২
১৭কেয়া কসমেটিকস৬.৩
১৮ফার্স্ট জনতা মিচুয়ালফান্ড৬.৫
১৯এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৬.৫
২০ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ড৬.৬
২১আইসিবি-৩য়এনআরবি৬.৬
২২আইএফআইএলফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৬.৬
২৩ট্রাস্ট ব্যাংক-১ম মিউচ্যুয়ালফান্ড৬.৬
২৪অ্যাপোলো ইস্পাত৬.৭
২৫আইএফআইসি-১ম মিউচুয়ালফান্ড৬.৭
২৬এক্সিম-১ম মিউচুয়ালফান্ড৬.৮
২৭নূরানী ডায়িং
২৮জাহিন স্পিনিং৭.১
২৯অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড৭.২
৩০ডিবিএইচ-১ম মিউচ্যুয়ালফান্ড৭.৫
৩১আইসিবি এমপ্লয়িজ-১মমিউচ্যুয়াল ফান্ড৭.৫
৩২ইবিএল-১ম মিউচুয়াল ফান্ড৭.৬
৩৩এলআর গ্লোবাল-১ম মিউচুয়ালফান্ড৭.৬
৩৪ফার্স্ট ফাইন্যান্স৭.৭
৩৫প্রাইম-১ম আসিবিএ মিউচুয়ালফান্ড৭.৭
৩৬গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড
৩৭এভিন্স টেক্সটাইল৮.২
৩৮ইউনিয়ন ক্যাপিটাল৮.২
৩৯খান ব্রাদার্স পিপি ব্যাগ৮.৩
৪০রিংশাইন টেক্সটাইল৮.৩
৪১বেক্সিমকো সিন্থেটিকস৮.৪
৪২এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ড৮.৪
৪৩প্রিমিয়ার লিজিং৮.৫
৪৪ন্যাশনাল ব্যাংক লিমিটেড৮.৬
৪৫ভ্যামএলআরবিবিএফ মিউচুয়াল ফান্ড৮.৬
৪৬আইসিবিঅগ্রনী-১ম মিউচুয়ালফান্ড৮.৭
৪৭আইসিবি সোনালী-১ম মিচুয়াল ফান্ড৮.৮
৪৮ফার কেমিক্যাল৮.৯
৪৯ভ্যামএলআরবিডিএফ মিউচুয়াল ফান্ড৮.৯
৫০রিজেন্ট টেক্সটাইল
৫১আলিফ৯.২
৫২অলটেক্স৯.২
৫৩আইসিবিএএমসিএল সেকেন্ড৯.৪
৫৪মিথুন নিটিং৯.৪
৫৫এসইএমএলএফবিএসএলজি ফান্ড৯.৬
৫৬ইয়াকিন পলিমার৯.৮
৫৭মার্কেন্টাইল ব্যাংক-১মমিউচ্যুয়াল ফান্ড৯.৯
৫৮ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড৯.৯
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ