বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো, প্রাইম ব্যাংক, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স, সাইফ পাওয়ারটেক, ব্রিটিশ আ্যমেরিকান ট্যোবাকো, আইএফআইসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও ন্যাশনাল ফিড মিল লিমিটেডের। কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আগের সপ্তাহের চেয়ে লেনদেন বৃদ্ধিতে দাপট দেখিয়েছে ৬ কোম্পানি, বিপরীতে লেনদেনে দাপট কমেছে ৪টির।
লেনদেন দাপট দেখানো ৬টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে এনআরবি কর্মাশিয়াল ব্যাংক। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮১ লক্ষ ৩১ হাজার ৭০৪টি, যা আগের সপ্তাহের লেনদেন থেকে ২৯.৬৪ শতাংশ বেশি। কোম্পানিটি ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় ৪র্থ স্থানে রয়েছে।
লেনদেনের দাপটে থাকা পাইওনিয়ার ইন্সুরেন্সর শেয়ার লেনদেন হয়ে্ছে ১ কোটি ৩০ লাখ ৩৬টি। শতাংশের হিসেবে আগের সপ্তাহের চেয়ে ২৪.৪১ শতাংশ লেনদেন বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। কোম্পানিটি ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় ৫ম স্থানে রয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৬০ লক্ষ ৮২ হাজার ১৩টি শেয়ার লেনদেন করে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় ৯ম স্থানে উঠে এসেছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ৮.৮৩ শতাংশ।
ডিএসইর লেনদেনের তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ব্যংক সপ্তাহজুড়ে লেনদেন করেছে ৮ কোটি ২৯ লক্ষ ৫৫ হাজার ৭৮৫ শেয়ার। শতাংশের হিসেবে আগের সপ্তাহের চেয়ে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির লেনদেন বৃদ্ধি পেয়েছে ৮.৩০ শতাংশ। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারও কোম্পানিটি ঊর্ধ্বমুখী দর প্রবণতা নিয়ে দাপটের সঙ্গে ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে ছিল।
আইএফআইসি ব্যাংক ছিল ডিএসইর লেনদেন তালিকায় ৮ম স্থানে। কোম্পানিটির ৮ কোটি ৩৪ লক্ষ ৬৭ হাজার ৩৪৭ শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে ৬.২৫ শতাংশ বেশি।