1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
চাঙ্গাভাবে ফিরছে ফ্লোর প্রাইসের কোম্পানিও
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ এএম

চাঙ্গাভাবে ফিরছে ফ্লোর প্রাইসের কোম্পানিও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে কমিশন প্রথম ধাপে গত ৮ এপ্রিল ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়। কিন্তু এই সিদ্ধান্তের পরে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। যে কারণে পরবর্তীতে ফ্লোর প্রাইসে থাকা বাকি কোম্পানিগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া থেকে পিছু হটে কমিশন।

তবে শুরুতে ওইসব কোম্পানির ধারাবাহিক পতন হলেও এখন চমক দেখাতে শুরু করেছে। এরইমধ্যে ২৭ কোম্পানির শেয়ার দর প্রত্যাহার করে নেওয়া ফ্লোর প্রাইসের উপরে উঠে এসেছে। এছাড়া বেশ কিছু কোম্পানি পতনের পরিমাণ কমে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, মূল ধারার পুঁজিবাজারের সঙ্গে ফ্লোর প্রাইস যায় না। এটা দিয়ে সাময়িকভাবে প্রতিকার পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘসময় ধরে রাখা ঠিক হবে না। একসময় ফ্লোর প্রাইস তুলে দিতে হবেই। আর তুলে না দিয়ে যদি বিক্রি করা নাই যায়, তাহলে শুধুমাত্র পোর্টফোলিও ভারি করে রেখে লাভ নেই। তাই কোম্পানির পারফরমেন্সের উপরে শেয়ার দর ছেড়ে দেওয়া উচিত।

দেখা গেছে, ফ্লোর তুলে নেওয়া ৬৬টি কোম্পানির মধ্যে লেনদেন হয় ৬৪টি। এর মধ্যে ২৭টির শেয়ার দর ফ্লোর প্রাইস থেকে উপরে উঠে এসেছে। যার ৭টির শেয়ার দর ২০ শতাংশের বেশি বেড়েছে। এমনকি ৭০ শতাংশের বেশি বৃদ্ধির কোম্পানিও রয়েছে এ তালিকায়।

দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে কাট্টলি টেক্সটাইল। এ কোম্পানিটির দর ফ্লোর প্রাইস থেকে ৭২.০৪ শতাংশ বেড়েছে। এরপরের অবস্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বেড়েছে ৫৭.৬৫ শতাংশ। আর ৩য় অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের দর বেড়েছে ৪১.৫০ শতাংশ।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের শেয়ার বিমা খাতে সবচেয়ে কম দর বৃদ্ধির কোম্পানি। গত এক বছরে্ সাধারণ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৪০০ থেকে ৮০০ শতাংশ পর্যন্ত। তিন গুণের কম শেয়ার দর বেড়েছে, এমন জেনারেল ইন্সুরেন্স নেই। কিন্তু স্ট্যান্ডার্ড ইন্সরেন্সের দর ফ্রোর প্রাইসেই পড়ে ছিল দীর্ঘদিন। যা খাতটিতে একটি ব্যতিক্রমী ঘটনা। যদিও কোম্পানিটি ইন্সুরেন্স কোম্পানির মধ্যে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে।

সমাপ্ত অর্থবছরের জন্য স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবছর ডিভিডেন্ড বেড়েছে ২৫ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর মুনাফা ছিল ১ টাকা ৮৮ পয়সা। মুনাফা বেড়েছে ১৯ পয়সা বা ১০.১০ শতাংশ। তারপরও কোম্পানিটির শেয়ার দর খুব বেশি এগুতে পারেনি।

এদিকে ফ্লোর তুলে নেওয়া ৬৬ কোম্পানির মধ্যে পতন হয়েছে ৩৫টির। এরমধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার গ্রুপের কোম্পানি এমএল ডাইংয়ের। এ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৭.৮০ শতাংশ। এরপরের অবস্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২৮.৯৮ শতাংশ দর পতন হয়েছে। আর তৃতীয় অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর কমেছে ২৪.৯০ শতাংশ।

নিম্নে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলোর ২৬ মে’র বাজার দর ও উত্থান-পতনের বিস্তারিত তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামফ্লোর প্রাইস (টাকা)বাজার দর (টাকা)উত্থান-পতনের হার
কাট্টলি টেক্সটাইল৯.৩০১৬৭২.০৪%
মেট্রো স্পিনিং৮.৫০১৩.৪০৫৭.৬৫%
স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স৪০৫৬.৬০৪১.৫০%
রিং সাইন৬.৪০৮.২০২৮.১৩%
আর.এন স্পিনিং মিলস৩.৭০৪.৭০২৭.০৩%
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স৪০.১০৫০.৮০২৬.৬৮%
সিলভা ফার্মাসিউটিক্যালস১৮.৩০২৩.১০২৬.২৩%
এসইএমএল এফবিএলএফএসএল গ্রোথ ফান্ড৯.৫০১৮.৭৫%
রূপালী ব্যাংক২৪.৪০২৮.৭০১৭.৬২%
রিজেন্ট টেক্সটাইল মিলস৭.৮০৯.১০১৬.৬৭%
আইপিডিসি ফাইন্যান্স২৩.৭০২৭.৫০১৬.০৩%
এস্কয়ার নিট কম্পোজিট২২২৫.৪০১৫.৪৫%
প্যাসিফিক ডেনিমস৮.৫০৯.৮০১৫.২৯%
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড৫.৮০৬.৬০১৩.৭৯%
ফনিক্স ফাইন্যান্স২২.৭০২৫.৮০১৩.৬৬%
সাফকো স্পিনিং মিলস১১.২০১২.৫০১১.৬১%
জাহিন স্পিনিং৬.৩০৬.৯০৯.৫২%
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৬.৯০৭.৫০৮.৭০%
অলিম্পিক এক্সেসোরিজ৬.৮০৭.৩০৭.৩৫%
কুইন সাউথ টেক্সটাইল২৪২৫.৭০৭.০৮%
ভিএফএস থ্রেড ডাইং২২.৫০২৩.৯০৬.২২%
প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস১৬.৬০১৭.৬০৬.০২%
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস১৬.২০১৭৪.৯৪%
দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ১০.৫০১১৪.৭৬%
নাভানা সিএনজি৩৩.১০৩৩.৮০২.১১%
হামিদ ফেব্রিক্স১৫.৭০১৫.৯০১.২৭%
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিকস১৭১৭.১০০.৫৯%
ইভিন্স টেক্সটাইলস৮.২০৮.২০০০
*বাংলাদেশ সার্ভিস৫.২০৫.২০০০
*পিপলস লিজিং০০
কপারটেক ইন্ডাস্ট্রিজ২০.৭০২০.৭০০০
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ১৪.৬০১৪.৫০(০.৬৮%)
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি৩৪.৮০৩৩.৬০(৩.৪৫%)
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ৪৮.২০৪৬.৩০(৩.৯৪%)
সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস১২১১.৫০(৪.১৭%)
আরগন ডেনিমস১৯.২০১৮.৪০(৪.১৭%)
শাশা ডেনিমস২১.৬০২০.৭০(৪.১৭%)
বীচ হ্যাচারি১৩.৬০১৩(৪.৪১%)
উসমানিয়া গ্লাস৪৪.৮০৪২.৭০(৪.৬৯%)
এডভেন্ট ফার্মা২২.৮০২১.৭০(৪.৮২%)
গ্লোবাল হেভি কেমিক্যালস৩১২৯.৫০(৪.৮৪%)
এএফসি এগ্রো বায়োটেক১৭১৬(৫.৮৮%)
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস১৯.১০১৭.৮০(৬.৮১%)
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক২৪.১০২২(৮.৭১%)
নূরানী ডাইং অ্যান্ড সুয়েটার৭.৭০(৯.০৯%)
ফার কেমিক্যালস৯.৮০৮.৯০(৯.১৮%)
সায়হাম কটন মিলস১৬.১০১৪.৬০(৯.৩২%)
আলিফ ইন্ডাস্ট্রিজ২৬.২০২৩.৭০(৯.৫৪%)
প্যারামাউন্ট টেক্সটাইলস৪৮.৯০৪৪.২০(৯.৬১%)
খুলনা পাওয়ার৪৫.৩০৪০.৬০(১০.৩৮%)
ইয়াকিন পলিমার১১.১০৯.৯০(১০.৮১%)
উত্তরা ফাইন্যান্স৪৩.৬০৩৮.৮০(১১.০১%)
দুলামিয়া কটন৪৮.১০৪২.১০(১২.৪৭%)
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো১৬.৭০১৪.৬০(১২.৫৭%)
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড২৪.৩০২১.১০(১৩.১৭%)
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৭.১০৬.১০(১৪.০৮%)
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড১১.৫০৯.৮০(১৪.৭৮%)
শেফার্ড ইন্ডাস্ট্রিজ১৫.১০১২.৮০(১৫.২৩%)
আরএসআরএম২২.৯০১৯.১০(১৬.৫৯%)
নাহি অ্যালুমিনিয়াম৪৭.১০৩৮.৯০(১৭.৪১%)
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট৩৯.৫০৩১.৯০(১৯.২৪%)
সায়হাম টেক্সটাইলস মিলস২৪.৫০১৯.৫০(২০.৪১%)
সুহৃদ ইন্ডাস্ট্রিজ২১.৭০১৬.৩০(২৪.৮৮%)
সোনারগাঁও টেক্সটাইলস২৪.৫০১৮.৪০(২৪.৯০%)
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং১৭.৬০১২.৫০(২৮.৯৮%)
এমএল ডাইং৫০৩১.১০(৩৭.৮০%)

উল্লেখ্য, বিডি সার্ভিসের শেয়ার দীর্ঘদিন ধরে বিক্রেতা না থাকায় লেনদেন হয় না এবং পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে স্টক এক্সচেঞ্জ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ