1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় উত্থানে বড় লেনদেন শেয়ারবাজারে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পিএম

বড় উত্থানে বড় লেনদেন শেয়ারবাজারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
dse-cse-1

সোমবারের মতো মঙ্গলবারও (২৫ মে) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৪.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭০.৬০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭০.২৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৮ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৪টির বা ৪৫.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪১.৬৭ শতাংশের এবং বাকি ৪৬টির বা ১৮.৭৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০.১৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দর বেড়েছে, কমেছে ১১৯টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ