তৃতীয় প্রান্তিকে লোকসান দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেণউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। গত তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ লোকসান দেখা গিয়েছে। করোনা মহামারির জন্য কোম্পানির লোকসান হয়েছে।
আজ সোমবার (২৪ মে) বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সেখানে খাতভিত্তিক লোকসানের তথ্য দেওয়া হয়।
রেণউইক যজ্ঞেশ্বর জানিয়েছে, গত ২৩ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ছয় টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৮৮ পয়সা। এর কারণ হচ্ছে, করোনা মহামারিতে কোম্পানির উৎপাদন, বিপণন ও বিক্রয়কৃত পণ্যের অর্থ সংগ্রহ কম হয়েছে। যার প্রভাবে কমেছে ইপিএস, এনএভি ও এনওসিপি।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ’২০-মার্চ ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল দুই টাকা ৫৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ঋণাত্মক ১৫ টাকা ৪৩ পয়সা।