1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনও বেড়েছে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পিএম

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনও বেড়েছে

  • আপডেট সময় : সোমবার, ২৪ মে, ২০২১
dse-cse-1

আগের দুই কার্যদিবস পতন হলেও সোমবার (২৪ মে) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪২.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬৯.৯২ পয়েন্টে এবং ২ হাজার ১৭২.৯৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩৪ কোটি ৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪১টির বা ৬৬.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৬৬টির বা ১৮.২৩ শতাংশের এবং বাকি ৫৫টির বা ১৫.২০ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯২.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৫০.০৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ