1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মার্কেট মুভারের ভূমিকায় নতুন চার কোম্পানি
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পিএম

মার্কেট মুভারের ভূমিকায় নতুন চার কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ২২ মে, ২০২১

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের ভূমিকায় ঘুরে ফিরে থাকে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পনি, রবি আজিয়াটা, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স এবং সাধারণ বীমার দুই তিনটি কোম্পানি। এর বাইরে তেমন কোম্পানির বিচরণ দেখা যায় না।

তবে বিদায়ী সপ্তাহে মার্কেট মুভারের তালিকায় নতুন চার কোম্পানির আবির্ভাব হয়েছে। কোম্পনিগুলো হলো- প্রাইম ব্যাংক, সাইফ পাওয়ার, আইএফআইসি ব্যাংক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন যেমন বেড়েছে. দর বৃদ্ধির ক্ষেত্রেও বেশ এগিয়েছে। যদিও কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি সপ্তাহের শেষদিন সংশোধনে ফিরেছে। তবে আলোচ্য সপ্তাহে কোম্পানি চারটি ডিএসই’র লেনদেন ও সূচক গতিশীল রাখতে যথেষ্ট ভূমিকা রেখেছে।

প্রাইম ব্যাংক লিমিটেড: গেল সপ্তাহে প্রাইম ব্যাংকের ১০ কোটি ১১ লাখ ১৪ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩.০৩ শতাংশ। কোম্পানিটি ডিএসই’র লেনদেনের শীর্ষ তালিকায় কোম্পানিটি ২য় স্থানে ছিল।

বিদায়ী সপ্তাহের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকা ৫০ পয়সা থেকে ২৮ টাকার মধ্যে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দর ক্লোজিং হয়েছে ২৪ টাকা ১০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ১২.০৯ শতাংশ।

সাইফ পাওয়ার লিমিটেড: সাইফ পাওয়ারের ৯ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ২.৯৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ৮০ পয়সা থেকে ২৭ টাকার মধ্যে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দর ক্লোজিং হয়েছে ২৫ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০.৯৬ শতাংশ।

আইএফআইসি ব্যাংক: আইএফআইসি ব্যাংকের ১১ কোটি ৭৬ লাখ ৪ হাজার ১০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৫৪ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৮৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা থেকে ১৩ টাকা ৮০ পয়সার মধ্যে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার ক্লোজিং দর হয়েছে ১২ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৮০ পয়সা বা ৬.৬৬ শতাংশ।

জেনেক্স ইনফোসিস: জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৫৬ শতাংশ।

কোম্পানিটি দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইসে বন্দী ছিল।বিদায়ী সপ্তাহে ফ্লোর প্রাইস ভেঙ্গে তুঙ্গে উঠেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ফ্লোর প্রাইস ৫৪ টাকা ৭০ পয়সা থেকে ৭৮ টাকা ৩০ পয়সার মধ্যে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার ক্লোজিং দর হয়েছে ৭৬ টাকা। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ২১ টাকা ৩০ পয়সা বা ৩৮.৯৩ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ