পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবসক্রিপশন ডেট নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ মে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩ জুন পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করেন।
পুঁজিবাজার থেকে ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে অভিহিত মূল্য ১০ টাকা। উত্তোলিত টাকা সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালূ ২৫.৪৭ টাকা (সম্পদ পুন:মূল্যায়ন ছাড়া) এবং লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।