প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৬ হাজার ৮০৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৬২১ টাকা। এর মধ্যে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২ হাজার ২৮০ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা। যা ডিএসই লেনদেনের ২৮.২৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
দাপট দেখানো শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পনি, লংকাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস ও ম্যাকসন্স স্পিনিং। কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ও ন্যাশনাল ফিড ছাড়া বাকি ৮টির লেনদেন আগের সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের প্রথম স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭০০ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ৮.৩২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ১১ লাখ ১৪ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ৩.০৩ শতাংশ।
সাইফ পাওয়ার লিমিটেড লেনদেনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানিটির ৯ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ২.৯৫ শতাংশ।
লেনদেন তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পনি। কোম্পানিটির ৩৫ লাখ ৮২ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০০ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ২.৯৫ শতাংশ।
লেনদেন তালিকায় পঞ্চম স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির ৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৪৩৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৯১ কোটি ২৫ লাখ ২ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ২.২৭ শতাংশ।
লেনদেন তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে রবি আজিয়াটা। কোম্পানিটির ৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৮৯ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ২.২৫ শতাংশ।
লেনদেন তালিকায় সপ্তম স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৫৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ২.১৯ শতাংশ।
লেনদেন তালিকায় অষ্টম স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। কোম্পানিটির ১১ কোটি ৭৬ লাখ ৪ হাজার ১০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৫৪ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৮৩ শতাংশ।
লেনদেন তালিকায় নবম স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৫৬ শতাংশ।
লেনদেন তালিকায় দশম স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং। কোম্পানিটির ৭ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২৫ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৪৯ শতাংশ।