বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৯টি বা ৪৫.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৮.৪০ টাকা বা ৪২.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ব্যাংকটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ৩৮.৯৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ২২.৩৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২০.৪৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮.২০ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৭৭ শতাংশ, সুহৃদের ১৪.৬৭ শতাংশ, রিং শাইনের ১৪.৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪.৪৯ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ১৪.২৯ শতাংশ বেড়েছে।