পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেড (কেপিসিএল)-এর দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে কোম্পানিটি বিদ্যুৎ কেন্দ্র দুটি চালু রাখার প্রয়াস অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
আজ শুক্রবার (২১ মে) দৈনিক ফাইনান্সিয়াল এক্সপ্রেসে কেপিসিএল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। ২০ মে (বৃহস্পতিবার) কোম্পানিটির ইস্যুকৃত বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, খুলনার নোয়াপাড়ায় অবস্থিত কোম্পানিটি ১১৫ মেঘাওয়াট ও ৪০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ক্রয়চুক্তির মেয়াদ আগামী ৩১ মে ও ২৮ মে তারিখে শেষ হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক পত্রের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র দুটি আগামী ১ জুন ও ২৯ মে, ২০২১ তারিখে বন্ধ করার নির্দেশনা দিয়েছে। তবে কোম্পানিটি বিদ্যুৎ কেন্দ্র দুটির বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, কেপিসিএলের ৩টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বাকি দুটি বন্ধ হয়ে গেলে কোম্পানিটির থাকবে পায়রায় একটি সহযোগী প্রতিষ্ঠানের বিদ্যুৎ কেন্দ্রের অংশীদারত্ব।
এর আগে কেপিসিএল বিদ্যুৎ কেন্দ্র দুটির বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন জানায়।
তারপর গত মার্চে কেপিসিএলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই বৈঠকের পর বিদ্যুৎ কেন্দ্র দুটির বিদ্যুৎ ক্রয় চুক্তি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে নবায়ন করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে লিখিত অনুরোধ করে বিএসইসি। কিন্তু সেই অনুরোধের এখন কোন সাড়া মিলেনি।