ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬০টির বা ৪৫.০৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ক্লোজিং দর ছিল ২১ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৪২.৮৬ শতাংশ। এর মাধ্যমে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে জেনেক্স ইনফোসিসের ৩৮.৯৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ২২.৩৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২০.৪৯ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ১৮.২০ শতাংশ, এনসিসি ব্যাংকের১৪.৭৭ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৪.৬৭ শতাংশ, রিং শাইনের ১৪.৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪.৪৯ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ১৪.২৯ শতাংশ।