1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বন্ডে বিনিয়োগ করতেই হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১১ এএম

বন্ডে বিনিয়োগ করতেই হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
bsec

পুঁজিবাজারে মধ্যস্থতকারী মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও স্টক ডিলারদের এবার ডেট সিকিউরিটিজে (বন্ড) বিনিয়োগে বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিও নির্দিষ্ট অংশও এই ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। ডেট সিকিউরিটিজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বন্ড বা ঋণপত্র। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়। কমিশন মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম আলোচনায় বিষয়গুলো নিশ্চিত করেছেন।

বন্ডে বিনিয়োগ
কমিশন সভায় দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে কর্পোরেট বন্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে পারপিচুয়াল বন্ড সংক্রান্ত নির্দেশনা অনুমোদন করা হয়। পারপিচুয়াল বন্ডের কোনো মেয়াদ থাকে না। কোম্পানি প্রত্যাহার করে নেয়া না পর্যন্ত এটি কার্যকর থাকে।

কমিশন সভায় বলা হয়, যদি কোনো ইস্যুয়ার পারিপিচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রস্তাবিত পারপিচুয়াল বন্ডের কমপেক্ষে ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

ইতোমধ্যে যে ১১টি ব্যাংককে পারটিচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে, সেগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে।

বাজার মধ্যস্থতকারী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক ডিলার তাদের নিজস্ব পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ আগামী ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে।

মিউচ্যয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে তিন শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, যা ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ