1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিও ফান্ডের অব্যবহৃত অর্থ ব্যয়ের অনুমোদন পেল রিং শাইন
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ এএম

আইপিও ফান্ডের অব্যবহৃত অর্থ ব্যয়ের অনুমোদন পেল রিং শাইন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
ring shine

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের অব্যবহৃত আইপিও ফান্ড হতে ৪০ কোটি টাকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৭৭৪তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উক্ত ফান্ড কোম্পানিাটি ওয়ার্কাস রিটান্সমেন্ট পেমেন্ট ১৫ কোটি টাকা, পেমেন্ট ফর বেপজা ডিউস ৩ কোটি টাকা, পেমেন্ট ফর তিতাস গ্যাস ডিউস ৩ কোটি ৫০ লাখ টাকা, রি-পেমেন্ট অব লোন অব প্রিমিয়ার ব্যাংক ১০ কোটি টাকা এবং ঢাকা ব্যাংককে ৬ কোটি টাকা এবং বিবিধ খাতে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে।

কমিশন উক্ত ফান্ড ব্যবহারের ক্ষেত্রে পেসপেক্টাসে বর্ণিত আইপিও প্রোসেড ইউটিলাইজেশন পরিবর্তন/সংশোধন করার অনুমোদন প্রদান করেছে।

এছাড়া সভায় উক্ত কোম্পানিকে আইপিও প্রোসেডস ইউটিলাইজেশন পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে কোম্পানির ৫১ শতাংশ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সাধারণ সভঅয় ঘটনাত্তোর অনুমোদন গ্রহণ করার অনুমোদন দেয়া হয়।

কমিশন সভায় রিং শািইন টেক্সটাইলের প্রাক আইপিও পর্যায়ে প্রাইভেট অফারের মাধ্যমে উত্তোলিত মূলধনের বিপরীতে যেসব বিনিয়োগকারী টাকা প্রদান করেনি সে সকল শেয়ার এবং তার বিপরীতে ইস্যুকৃত সকল বোনাস শেয়ার বাজেয়াপ্ত করে কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ