1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় পতন শেয়ারবাজারে
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ এএম

বড় পতন শেয়ারবাজারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
dse-cse-1

আগের দিন উত্থান হলেও বৃহস্পতিবার (২০ মে) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩.০৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৫৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৭২.৮১ পয়েন্টে এবং ২ হাজার ১৭৮.৪৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৪৬ কোটি ২৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৮টির বা ১৮.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৩৪৬টির বা ৬৫.১৮ শতাংশের এবং বাকি ৫৭টির বা ১৫.৮৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৪.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৩৭.৬৪ পয়েন্টে। সিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ১৯৯টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ